আবু সাঈদ সাতক্ষীরা: বিয়ে বহিভূত সম্পর্কসহ নানান অপকর্মের অভিযোগ উঠেছে খালিদ হোসেন এর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানাযায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মিঠা বাড়ি গ্রাম এর আলফাজ হোসেন মোড়ল এর পুত্র খালিদ হোসেন নিজেকে সরকারি চাকরি পরিচয় দিয়ে মেয়েদের সাথে প্রতারণা করছে। এমনকি একটি ঘটনায় সম্প্রতি চায়র হয়ে উঠেছে গোটা মিঠা বাড়ি এলাকায় ঐ গ্রামের বাসিন্দা এ প্রতিবেদক কে বলেন খালিদ হোসেন এর চেহারা সুন্দর হওয়ায় সে মেয়েদের বিভিন্ন ফাদে ফেলে সার্থ হাসিল করে তার একটি উদহারণ খালিদ হোসেন দৈনিক ভিত্তিক বরগুনা জেলার পলিটেকনিক কলেজে কর্মরত অবস্থায় শান্তা নামের এক ছাত্রীকে বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়ে বিতর্ক সৃষ্টি করেন। খালিদ হোসেন বিবাহিত হলেও বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে সরকারি চাকরিজী পরিচয় দেয় এবং খালিদ হোসেন নিজ গ্রামে একটি মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করে নির্যাতন করে শুধু তাই নয় ঐ পরিবারের লোকজন এর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে জানাযায়। এলাকার মানুষ বলেন খালিদ হোসেন একজন ভন্ড, তার বাবা আলফাজ মোড়ল এর একাধিক বিয়ে আছে এমনকি বউদের উপর নির্যাতন করার কারনে সেজুতি প্রথম স্ত্রীকে হত্যা করে তার বাবা। একই পথ অবলম্বন করেছেন তার ছেলে খালিদও শুধু তাই নয় তার মা রাজিয়া সুলতানার নির্যাতনে খালিদ এর বউ আজ ঘর ছাড়া। খালিদ এর বউ থাকার পরও সে বরগুনায় যেয়ে মেয়েদের সাথে অপকর্ম করছে এমনকি ছাত্রীরাও তার হাত থেকে রেহাই পাইনি। এবিষয়ে ঐ এলাকার রহমান বলেন খালিদ ও তার পরিবার মানুষ না তারা এলাকায় একঘুরী তবে খালিদ এর বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ শুনেছি। এবিষয়ে খালিদ হোসেন এর সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন কে কি বলেছে এবং আপনি যাহা শুনেছে আরো ভালো করে জানেন আর এ সব কথা আমার শশুর বাড়ির লোকজন ছাড়া কেউ জানেনা কিন্তু আপনি কি ভাবে জানলে বলে প্রশ্ন করেন।
Leave a Reply