1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মায়ের মহত্ব গাঁথা এই দিবস শেষ হবার নয়!! - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই ঘটকসহ আহত-৩📰সাংবাদিকের জানে মেরে দেবো সাতক্ষীরা সাব রেজিস্টারের অমায়িক বাবুর হুমকি📰তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ📰সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ গ্রেফতার- ২📰প্রথম আলোর বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি📰সদরের সাব রেজিষ্ট্রার অফিসের ঘুসের টাকা গ্রহনকারী মহসিনের ক্ষমতার উৎসাহ কোথায়? (১ম পর্ব)📰স্বামী-সন্তানকে ফেলে পরকীয়ায় রেহেনা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ📰পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক📰পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান📰শ্যামনগরের ৭০টি পূজা মন্দিরে বিএনপির উপহার হস্তান্তর

মায়ের মহত্ব গাঁথা এই দিবস শেষ হবার নয়!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪৮ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: আকাশ ভালবাসে মাটিকে, পাহাড় ভালবাসে ঝর্ণাকে, নদী ভালবাসে দুই কুল ভরা জলরাশিকে, সাগর ভালবাসে আছড়ে পড়া ঢেউকে, ফুল ভালবাসে গন্ধ ও সৌন্দর্য বিলাতে, সূর্য ভালবাসে রোদকে, চাঁদ ভালবাসে জোসনাকে, পাখি ভালবাসে মুক্ত আকাশকে, মাছ ভালবাসে পানিকে এর চেয়েও অনেক অনেক বেশি ভালবাসেন বা শাস্তি পান মা তার সস্তানকে। তাইতো মা মাকড়সা সস্তান জন্ম দিয়েই পৃথিবী থেকে চির বিদায় নেয়। আজ মে মাসের দ্বিতীয় রবিবার, আস্তর্জাতিক মা দিবস। ১৯০৭ সাল থেকে মার্কিন স্কুল শিক্ষিকা আন্না জারভিস তাঁর প্রান প্রিয়তমা মা অ্যান মারিয়া বিভেশ জারভিস এর মৃত্যু বার্ষিকীর দিনটি মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এই দিনটিকে জাতীয় মা দিবস হিসাবে মর্যাদা দেন এবং ১৯৬২ সাল থেকে এই দিনটি আস্তর্জাতিক মা দিবস হিসাবে স্বীকৃতি পায়। আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগেও কোন মা তাঁর সস্তানকে হত্যা করাতো দূরের কথা, এ নির্মম, নির্দয়, নিষ্ঠুর কাজে সহযোগিতাও করেননি। খ্রিষ্টপূর্ব থেকে খ্রিষ্টাব্দ (রানী থেকে শ্রমিক) পর্যস্ত মায়ের ভালবাসা সস্তানের প্রতি কোন কমতি বা ঘাটতি আজও নেই। জৈন ধর্মের অনুসারী মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত। ইউরোপ বিজয়ী বীর সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট তাঁর মা লেটিসিয়া কে দেখেছেন বুদ্ধি, আত্মমর্যাদা বোধ, ধৈয্য ও সাহসিকতার সঙ্গে ১৩ সস্তানকে লালন পালন করতে। তাইতো তিনি বলেছিলেন“ আমাকে একজন ভাল মা দাও, আমি তোমাকে একটি ভাল জাতি উপহার দিব”। তাঁর পিতা ছেলে বিন্দুসার এর (মহামতি সম্রাট অশোকের বাবা) জন্মদিন কখনো পালন করেননি। একদিন পিতা চন্দ্রগুপ্ত রাজপ্রাসাদের বিশ্রাম কক্ষে পুত্র বিন্দুসারকে বললেন “তুমি তোমার মাকে কোন দিন দেখনি। তিনি ছিলেন গ্রীক রাজকন্যা। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা ঐ দিনই স্বর্গে চলে গেছেন। তাই এই কাহিনী তোমার জানা আবশ্যক। ভবিষ্যতে তুমি ভারত- বর্ষের রাজা হবে। গুর”দেব চানক্য আমার শরীরটাই বিষ প্রতিরোধী করে গড়ে তুলেছিলেন। প্রতিদিন তাই খাবারে বিষ দেওয়া হত এবং দিনে দিনে এর মাত্রা বৃদ্ধি পেত। তোমার মাকে কেউ বুঝিয়েছিলেন যে, আমার ভূক্তাবশেষ (খবধারহম ড়ভ ভড়ড়ফ) খেলেই তোমার জন্মগ্রহন সহজ ও নিরাপদ হবে এবং তোমার কোন ক্ষতি হবে না। ভূক্তশেষ এর পদেই থাকত বিষ।একদিন হঠাৎ তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে দেখি তিনি বিষক্রিয়ায় টলছেন। গুরুদেব বুঝলেন তোমার মাকে আর বাঁচানো সম্ভব নয়। তাই তোমার নিরাপত্তার জন্য তোমার মায়ের শিরচ্ছেদ করা হয়। উদ্দেশ্য ভারত বর্ষের ভবিষ্যতকে রক্ষা করা। প্রখ্যাত রাজ শল্য চিকিৎসক সে মুহূর্তে মাতৃগর্ভ থেকে তোমাকে উদ্ধার করেন। তুমি বিষক্রিয়ায় রক্ষা পেলে-বাবা বড়ো দু:সময়ে তোমার জন্ম। তোমার মুখের দিকে তাকালেই তোমার গর্ভধারিনী মহীয়সী মার কথা আমার বেশি মনে পড়ে। এই কারনে তোমার জন্মদিন কোন দিন পালন করিনি। বাবা তোমার মায়ের জীবনের বিনিময়েই আজ তোমার জীবন। ২০১২ সালে সাহিত্যে চীনের নোবেল বিজয়ী মো ইয়ান দেখতে ছিলেন ছোট বেলায় কিছুটা কুৎসিত। তাই গ্রামের লোকেরা প্রায়ই তার সামনে হাসাহাসি করতেন। এমন কি স্কুলের ছেলেরা তাকে মারতেন। তিনি কাঁদতে কাঁদতে দৌড়ে বাসায় চলে গেলে তাঁর মা বলতেন ‘তুমি কুৎসিত নও বাবা। তোমার একটি নাক, দুটি চোখ আছে, আর তোমার হাত ও পায়ে কোন সমস্যা নেই। তুমি কিভাবে কুৎসিত ? যদি তোমার একটি সুন্দর হৃদয় থাকে আর সব সময় সঠিক কাজটি করো, যা আজ কুৎসিত বলে বিবেচিত তা একদিন সুন্দর হয়ে যাবে। তাঁর মা আজ পৃথিবীর অংশে পরিনত হয়েছেন কিন্তু তাঁর ভবিষ্যৎ বানী আজ সত্যিই পরিনত হয়েছে। শুধু এখানেই শেষ নয়। মাকে নিয়ে কিছু ধ্র”পদ কাহিনী আছে। এক প্রেমিকা ভালবাসার পরীক্ষা হিসাবে তাঁর প্রেমিকের মায়ের হৃৎপিন্ড চাইলে প্রেমিক বাসায় এসে তাঁর মাকে বুক পেতে দিতে বললে মা তাই করেন। অবশেষে প্রেমিকার বাড়ির কাছাকাছি দৌড়ে হৃৎপিন্ড নিয়ে পৌঁছার পূর্বে হোঁচট খেয়ে পড়ে গেলে মা বলে উঠেন ব্যথা পেলি বাবা? অন্য একটি হৃদয় স্পর্শ করা ‘আমার মা’ নামক বিদেশী গল্প আজ না লিখে পারছি না। আমার মায়ের চোখ মাত্র একটি। অন্যটি গোলাকার ফাঁকা, গর্তটা দেখতে ভয়ংকর। তাই মাকে বীভৎস দেখায়। আমি আমার মাকে খুব ঘেন্না করতাম। আমার মাকে যে কেউ দেখলে ভয় পেত। সংসার তিনি চালাতেন। স্কুলের বন্ধুরা মাকে দেখলে আমি বিব্রত বোধ করতাম এবং ঝামেলায় পড়ে যেতাম। আমার সহপাঠিরা আমাকে বলত কিরে তোর মায়ের এক চোখ কানা। ছি ! ছি ! আমি রাগ করে বলতাম, মা তুমি মরে গেলে অথবা হারিয়ে গেলে আমি বেঁচে যাই। আমার বেহায়া মা এ উক্তির কোন দিন প্রতিবাদ করত না। আমি বড় হয়ে শহরে অন্যত্র চলে গেলাম। অনেক বছর পর আমাকে না দেখার কষ্ট সহ্য করতে না পেরে একদিন আমার শহরের বাসায় মা চলে এলেন। নাতি. নাতনি, ছেলে মেয়েরা দরজায় তাঁকে দেখে চিৎকার দিয়ে উঠল এবং ঠাট্টা করতে লাগল। তারপর আমার মা গ্রামের বাড়ীতে চলে গেলেন। ছোট বেলায় গ্রামের স্কুলে পুনর্মিলন অনুষ্টান শেষে আমি ভাবলাম গ্রামের বাড়ীটি দেখে যাই, তাছাড়া কানা বুড়িটাতো ওখানে থাকে। আমি গিয়ে শুনলাম আমার মায়ের মৃত্যু হয়েছে। শুনে আমার কান্নাও পেল না। প্রতিবেশীরা বললেন, মরার আগে তোমার মা একটা চিঠি লিখে দিয়ে গেছে। তাঁরা আমাকে সেই চিঠি খানা পড়তে দিলেন। কি লিখা আছে সেই মহীয়সী মা এর চিঠিতে। চিঠি খানা নি¤œ রূপ। প্রিয়তম সোনা লক্ষী আমার, আমি সব সময় তোমার কথা ভাবি। বাছা ধন, আমি খুব দুঃখিত যে তোমার বাড়ীতে গিয়ে তোমার আদরের সস্তানদের ভয় দেখিয়েছি। গ্রামের লোকদের কাছে শুনেছি তুমি স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে আসবে। শুনে আমার খুব আনন্দ হয়েছে। কিন্তু আমার শরীরটা এতো খারাপ ছিল যে বিছানা থেকে নেমে তোমাকে যে দেখে আসবো আমার সে শক্তিও নেই। তুমি যখন বড় হয়ে উঠেছিলে আমি বার বার তোমাকে বিব্রত করেছি বলে সত্যিই খুব দুঃখিত। তুমি যখন খুবই ছোট ছিলে এক দুর্ঘটনায় তোমার একটা চোখ নষ্ট হয়ে গেল। তুমি বাঁচবে মাত্র একটা চোখ নিয়ে আর আমার থাকবে দুটো চোখ তা কি হয়? আমি তোমাকে আমার একটা চোখ দিয়ে দিলাম। আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। আমার একটা চোখ দিয়ে তুমি নতুন পৃথিবীটাকে আমার হয়ে দেখতে পাচ্ছ। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। তোমার জন্য সকল ভালবাসা। ইতি তোমার মা। আর একটি ছোট্ট সোনালী গৌরব উজ্জ্বল বিজয় গাঁথা নিকট অতীত ইতিহাস না লিখলে এই দিবসের তাৎপর্য ও স্বার্থকতা এই মুহুর্তে আসবে না। সেই অনন্য নারী শ্রমিক রানা প্লাজায় মিশে একাকার হয়ে গেছে যার নাম সেই মহীয়সী মা শাহীনার কর”ন কাহীনি দেশে বিদেশে জানেন না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। আগুনে পুড়ে মারা যাওয়ার আগে শাহীনা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার কারীদের বার বার অনুরোধ করছিলেন আর বলছিলেন ‘আমকে বের করেন। আমাকে না বের করলে আমার দুধের বাঁচ্চাকে বাঁচাতে পারব না। সে কয়েক দিন ধরে আমার দুধ খেতে পারছে না।’ মৃত্যু দরজায় দাঁড়িয়েও চোখের জলে বাঁচ্চার জন্য নিজের জীবন ভিক্ষা চেয়েছিলেন মা। তাকে জীবিত উদ্ধার করতে না পেরে উদ্ধারকর্মী ও সেনা সদস্যরা ঘটনাস্থলে কেঁদে ফেলেন। শুধু তাঁরাই কাঁদেন নি। সাথে সাথে দেশ ও জাতির সকল মানুষকেও তাঁরা কাঁদিয়েছেন। সেনা সদস্য কেঁদে কেঁদে বলেন আমার বোনকে আর বাঁচাতে পারলাম না। ছোট্ট দেড় বছরের অবুঝ শিশু রবিন জানে না তাঁর মা আর জীবনেও তাঁর কাছে কখনো ফিরে আসবে না। ক্লাস্ত শরীর নিয়ে বাড়ী ফিরে এসে আর বুকে জড়িয়ে কোলে নিবে না। কারো নজর বা কুদৃষ্টি যেন না লাগে এই জন্য কপালে আর বড় করে টিপ দিবে না। কাজে যাবার আগে ও পরে দুধ খাওয়াবে না। প্রিয় সস্তানের ভবিষ্যৎ ভেবে কখনো তাঁকে উদ্বিগ্ন হতে হবে না। তিনি দূর্ঘটনায় মরে প্রমান করেছেন সস্তান এর প্রতি চির অমলিন ভালবাসা মরে নি, মরতে পারে না, কখনও মরবে না। আস্তর্জাতিক মা দিবসে সকল জীবিত ও প্রয়াত মা দের শ্রদ্ধা ও যথাসাধ্য সেবা করার শতভাগ অনুরোধ জানিয়ে কিশোর কবি সুকাস্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার কাল জয়ী কয়েকটি মহত্ব গাঁথা লাইন দিয়ে শেষ করছি। “এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত্যু আর ধ্বংস স্তুপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব-তবু আজ যতক্ষন দেহে আছে প্রাণ, প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে, আমার দেহের রক্তে নতুন, শিশুকে করে যাবো আশির্বাদ, তার পর হব ইতিহাস।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd