শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারীর ফলে কমেছে মাদক অস্ত্রসহ নারীশিশু পাচার। তবে থামছে না স্বর্ণ পাচার। রুট ও কৌশল পরিবর্তন করে চোরাকারবারীরা বিজিবির কড়া চৌকির মধ্য দিয়েও পাচার করছে স্বর্ণ। গত দেড় বছরে শার্শা বেনাপোল সীমান্ত থেকে ১১৩ কজি স্বর্ণ আটক করা হয়েছে। তবে স্বর্ণ পাচারের সাথে জড়িত রাঘব বোয়ালরা আটক না হওয়ায় পাচার থামছেনা বলে জানান স্থানীয়রা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাইম জোন হিসাবে খ্যাত যশোরের শার্শা-বেনাপোলে রয়েছে ৬৮ কি.মি. ব্যাপি সীমান্ত। ভারতে ভ্রমন ভিসা চালু হওয়ার পর এইপথে অবৈধভাবে নারী শিশু পাচার কমেছে। তার পরিবর্তে বেড়েছে স্বর্ণ পাচার।
স্থানীয় ইউপি সদস্য মো: আবুল হোসেন ও ব্যবসায়ি ফরিদ গাজি বলেন সীমান্তে চোরাচালান কমলেও বেড়েছে সোনা পাচার। দেশ থেকে সোনা পাচাররোধে গণসচেতনতাসহ প্রশাসনের নজরদারী বাড়ানো দরকার। সীমান্তে কড়াকড়ি আরোপ করায় কমেছে বিভিন্ন ধরনের পন্যপাচার। একাধিক স্বর্ণের চালানও আটক করা হয়েছে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন গত ১৮মাসে ১শ ১২ কেজি ৮শ গ্রাম স্বর্ণসহ ৪১জনকে আটক করেছে।
Leave a Reply