মো: তুহিন হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং এর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত। “বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে, সাতক্ষীরা থানার নবাগত অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম বলেছেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে।আপনি বিপদে পড়লেই আপনার এলাকার বিট অফিসার কে ফোন দিন,দেখবেন বিট অফিসার আপনার বাসায় চলে যাবে আপনাকে বিপদমুক্ত করতে।তিনি বলেন,আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়।বর্তমান পুলিশ স্মার্ট পুলিশ জনবান্ধব পুলিশ।
রবিবার বিকালে সাতক্ষীরা থানা পুলিশ আোজিত আগড়দাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিট পুলিশ সভায় নবাগত অফিসার ইনচার্জ এসব কথা বলেন। ওসি বলেন,যারা ধর্মের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারেনা।
সাতক্ষীরা থানার নবাগত অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম বলেন, আমি চাই আগড়দাড়ি এলাকায় কোন মাদক থাকবেনা, কোন সন্ত্রাসী থাকবেনা,থাকবেনা কোন জঙ্গীবাদ। আর সেজন্যই আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। আপনারা পুলিশ কে আপন ভেবে অপরাধীদের তথ্য দিন, আমরা আপনাদের একটা উন্নত সমাজ উপহার দেবো।
আগড়দাড়ি বিট অফিসার এসআই মিঠুন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
সভায় প্রধান অতিথি তাঁর ব্যক্তব্যে মাদক নির্মূল, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালন প্রতিরোধ, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষন, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, চাঁদাবাজ, জঙ্গীবাদ এর কু-ফল সংক্রান্তে সচেতনতামুলক আলোচনা ও সামাজিকভাবে অপরাধ নিবারণ এর বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও ইউনিয়নের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ জাহাঙ্গীর হোসেন এবং দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ইমাম, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এ অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করেছে।
Leave a Reply