নিজস্ব প্রতিনিধি; জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরার হলরুমে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক সুব্রত ঘোষ, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীবৃন্দ ও শিক্ষক-অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি গ্রæপে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। এবং সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
Leave a Reply