ইকবাল হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ২ নং কুশাখালী ইউনিয়নে ভাদড়া ফুটবল মাঠে ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে চার দলীয় ফুটবল লীগ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, বিকাল ৫:৩০ এ প্রথম বাঁশি বাজিয়ে খেলা শুরু করেন ম্যাচ পরিচালক হাফিজুর রহমান হাফিজ, তুমুল উত্তেজনা মধ্য দিয়ে খেলা চলতে থাকে, খেলার ২৪ মিনিটে প্রথম গোল করেন ফারিয়া ফুটবল একাদশ ফরওয়ার্ড (রাজ,) পড়ে কাউন্টার এটাকে বারবার চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি ফ্রেন্ডসার্কেল ফুটবল একাদশ, খেলার দ্বিতীয়ার্ধে গোল পরিষদ জন্য মরিয়া হয়ে যায় ফ্রেন্ডসার্কেল ফুটবল একাদশ,, কিন্তু প্রতিপক্ষ দলের রক্ষণভাগ মজবুত থাকায় বারবার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যায়, পরে ফারিয়া ফুটবল একাদশ এর রক্ষণভাগের খেলোয়াড় জাহিদ আচমকা ভাবে হাতে বল লাগে পেনাল্টি বক্সের মধ্যে, পরে বিষয়টি পেনাল্টিতে রূপান্তরিত হয়, কিন্তু ফারিয়া ফুটবল একাদশের গোলরক্ষক ইমন সেটি প্রতিহত করেন,পরে আরও জীবিত হয়ে কাউন্টার এটাক এর ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশ এর গোলে দ্বিতীয়বারের জন্য বল জড়িয়ে দেন,শেষ বাঁশি বাজার আগেই ২-০ তে জয় লাভ করে ফাইনালের টিকিট অর্জন করেন,
অসংখ্য দর্শকের মধ্যে অতিথি হিসাবে খেলাটি উপভোগ করেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান (খোকা) সাবেক ফুটবলার বাবলু রহমান ম্যাচটি পরিচালনা করেন হাফিজুর রহমান হাফিজ, সাইফুল ইসলাম ও ইকরামুল ইসলাম। ধারাবিবরণী কে ছিলেন খায়রুজ্জামান ও ইকবাল হোসেন,সাতক্ষীরা জেলা ক্রিড়া ধারাভাষ্যকার ফোরাম।
Leave a Reply