জিয়াউর রহমান: সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের এক মৎস্য ব্যবসায়ীর ঘেরে শত্রুতা বশত কে বা কারা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। সরেজমিনে জানা যায়- ফিংড়ীর ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শাহাবুদ্দীন মাস্টারের পুত্র মোঃ উজ্জল মোল্লা (৩২) দীর্ঘদিন যাবত মৎস্য ঘেরে মাছ উৎপন্ন করে আসছে। সে তার ঘেরের একাংশে মাছের ম্যাট তৈরী করে গলদা ও বাগদা চিংড়ীর রেনু ছাড়ে। উক্ত ঘেরে ০৪মে বৃহস্পতিবার সন্ধায় কে বা কারা বিষ দেয় এবং উজ্জল মোল্লার সমস্ত মাছ মারা গিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। এমন হীনমন্যতা ও জঘন্যতম কাজ কে বা কারা করতে পারে বলে উজ্জল মোল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন- আমি পাঁচ বছর পূর্বে আমার নিজের জমি ও কিছু হারি নিয়ে সতের বিঘা জমিতে ঘের করি। কিন্তু মৃত আব্দুর রউফ লতার ছেলে সুমন সরদার (৩৫) জমির মালিকদের বেশী হারি দেয়ার প্রলোভন দেখিয়ে সতের বিঘা ঘেরটি করার পায়তারা করছে। গতকাল সন্ধায় আমার সেচের মটর সারাইয়ের জন্য ঘেরে না থাকার সুবাদে সুমন আমার ঘেরে বিষ দিয়েছে। তিনি আরও বলেন- আমার ঘেরের ভেড়ীতে সুমনের তো কোনে্ো কাজ নেই, সে গতকাল আমার ঘেরে কেনো গেলো? প্রতক্ষদর্শী মোঃ কেরামত আলী(৬০) বলেন- আমি সন্ধার পরে সুমনকে উজ্জল মোল্লার ঘেরে যেতে দেখেছি। এব্যাপারে উজ্জ্বল মোল্লা প্রশাসনের আশু হস্তক্ষেপ ও সুবিচারের দাবী জানিয়েছেন।
Leave a Reply