নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে শিশুদের মাঝে হাজারো গাছের চারা বিতরণ ও ৭৭টি আমের চারা রোপন করে সর্বমহলে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। হাসিমুখ-সেঞ্চুরির পরিচালক আওয়ামী লীগ নেতা শেখ এজাজ আহমেদ স্বপন নিজ খরচে ট্রাক ভর্তি সাতক্ষীরার ঐতিহ্যবাহী আমের চারা নিয়ে হাজির হন টুঙ্গিপাড়া ৯৩নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে। নিজহাতে শিক্ষকদের সহযোগিতায় ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে রোপন করেন আমের চারা। এসময় স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের হাতেও রোপনের জন্য তুলে দেন সাতক্ষীরার বিখ্যাত আমের চারা।
শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ২৮ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া ৯৩নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছত্রীদের মাঝে শতশত গাছের চারা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য হালদার, সহকারি শিক্ষক মরিয়ম মমতাজ, জেসমিন আরা সাবিনা, রুবিনা চৌধুরীসহ অভিভাবকবৃন্দ। গাছ বিতরণকালে প্রধান শিক্ষক আদিত্য হালদার বলেন, সাতক্ষীরার বিখ্যাত আমের কথা শুনেছি, সাতক্ষীরার বিখ্যাত আমের চারা ৯৩নং শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছত্রীদের মাঝে প্রদান করায় শেখ এজাজ আহমেদ স্বপনকে ধন্যবাদ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারেরও অধিক গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
Leave a Reply