গত ২২ শে মে ও ০৫ জুন ২০২৩ তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকাসহ ও অনলাইন নিউজ পোর্টালে “ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুটির জোর কোথায়? ” শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক এম এ কাশেম। এক শেণীর অসাধু ব্যাক্তিবর্গ তাদের স্বার্থ চরিতার্থ, হয়রানিমূলক মিথ্যা তথ্য দিয়ে আমার সুনাম নষ্ট করার জন্য এই মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে সমাজে অপপ্রচার চালাচ্ছে। সংবাদের যে সকল তথ্য তুলে ধরা হয়েছে তার কোন ভিত্তি নেই। এ মিথ্যা তথ্য সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানায়।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম বলেন বৈধভাবে নিয়োগ পেয়েছি এর কোন অনিয়ম ঘটেনি। বিধি অনুযায়ী প্রধান শিক্ষক এর সনদ সঠিক থাকায় মিথ্যা তথ্য দিয়ে সম্মান নষ্ট করায় সমাজ তথা স্কুলের শিক্ষার্থীদের মাঝে ভাব মুর্তি ক্ষুন্ন করেছে। সাতক্ষীরা সদরের এম,পির পিএস মাহফুজুর রহমান, (সভাপতি) বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে এটা সম্মান হানিকর ছাড়া আর কিছু নয়।
প্রধান শিক্ষক তার নিজ নামে একে এস লুব্রিক্যান্টস ব্যবসা পরিচালনা করে আসছে অনেক দিন যাবত, যেখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। সেখানে সুদে ও ব্যাংক লোনের মাধ্যমে প্রায় ৫০ লক্ষের কাছাকাছি লোন করে ব্যবসা করে যাচ্ছেন। তাই সাতক্ষীরার কাথন্ডার তরিকুল এর নিকট থেকে ১০ লক্ষ নিয়ে ব্যবসা করে যাচ্ছেন। ৪ লক্ষ টাকা পরিশোধ করার হিসাব নিয়ে পত্রিকায় ঘুষ বলে মিথ্যা প্রকাশ করা হয়। বাকি ৬ লক্ষ পরিশোধ করবে এ মর্মে নিশ্চিত করেন লিখিত ও চেইক এর মাধ্যমে । কিন্তু ঘুষ কথা এ মিথ্যা তথ্য আদৌও সত্য নয় । এটা সম্মান নষ্ট করার পরিকল্পনা। প্রসংগতঃ ইতিপূর্বে অনেকের নিকট থেকে সুদে টাকা নিয়েছেন আবার পরিশোধও করেছেন এমন তথ্য আছে। টাকা লোনের তথ্য ব্যবসায়িক ও হাওলাত স্বরুপ এখানে ঘুষ কথাটায় তাকে সম্মান হানিকর ছাড়া আর কিছু নয়।
সংবাদ পরিবেশকের কোন হুমকি দেয়া হয়নি সম্পুর্ন মিথ্যা বানোয়াট। সভাপতি মাহফুজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান সহ প্রধান শিক্ষক সাহেবের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী: এম এ কাশেম, প্রধান শিক্ষক, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
Leave a Reply