দৈনিক সাতক্ষীরা ও কয়েকটি অনলাইন পোর্টালসহ প্রকাশিত ২৫ নভেম্বর-২০২৪ “যশোরে প্রবাসীকে ফ্লাট দেওয়ার নামে ৬৫লক্ষ টাকা আত্মসাৎ স্ত্রীকে আটকে রেখে মুক্তিপনের চেষ্টা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাড্ডা বালুর চর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ইছাহাক সরকার (৫০) টুটুল সরকার (৪২)। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এই সমস্ত অপকর্মের সঙ্গে আমরা কেউ জড়িত নই। সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়াছে, শুধু আমাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার করার জন্য। আমরা উক্ত প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মোঃ ইছাহাক সরকার ও টুটুল সরকার, উভয়ের পিতা- মৃত আব্দুর রাজ্জাক সরকার।
গ্রাম- বাড্ডা বালুর চর, বাসা নম্বর: মানু ও মেরি P ৭২২২ ৩/এ উত্তরবাড্ডা, ঢাকা।
Leave a Reply