দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ পত্রিকায় প্রথম পাতায় ২ কলামে ও কয়েকটি অনলাইন পোর্টালসহ প্রকাশিত ১৫ নভেম্বর-২০২৪ “নবম শ্রেণির পড়–য়া ছাত্রীকে অপহরণের অভিযোগে” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ তানভীর হাসান (রাকিব) ও মোছা: মনুর জাহান, উত্তরবাড্ডা গ্রামের নূর মোহাম্মাদ মজুমদার ছেলে ও নূর মোহাম্মাদ মজুমদার স্ত্রী। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। এই সমস্ত অপকর্মের সঙ্গে আমরা কেউ জড়িত নই। সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়াছে, শুধু আমাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমাদের ক্ষতি করার জন্য। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এই মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে। আমরা উক্ত প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মোঃ তানভীর হাসান (রাকিব), পিতাঃ নূর মোহাম্মাদ মজুমদার।
মোছা: মনুর জাহান, স্বামী: নূর মোহাম্মাদ মজুমদার।
গ্রাম- উত্তরবাড্ডা, বাসা নম্বর: মানু ও মেরি চ ৭২২২ ৩/এ উত্তরবাড্ডা, ঢাকা।
Leave a Reply