নিজস্ব প্রতিনিধি : পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না প্রদান করেছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সাতক্ষীরা জেলা পুলিশ এর আয়োজনে ১৭ ডিসেম্বর সকাল ১১টা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সংবধনা অনুষ্ঠানে ৩২ জন মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদ উন্নতি প্রাপ্তী সজিব খান, পদ উন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমিনুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন, ডিএসবির পুলিশ পরিদর্শক মনুরুল ইসলাম।
অনুষ্ঠানে ৩২ জন পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সম্মনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান কোরআন তেলআয়াত এর মাধ্যমে শুরু হয় এবং পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ কর্মকর্তা গণ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের উপস্থিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। পুলিশ সুপার বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধা আমাদের দেশ উপহার দিয়েছে, তারা মুক্তিযোদ্ধে অংশ না নিলে হয়তোবা আমরা স্বাধীনতা পেতাম না। আমরা দেশের মানুষ উনাদের সম্মান করি এবং আমার পুলিশ বাহিনীর সদস্য হওয়ায় আমি সহ পুলিশ বিভাগ গর্বিত। এসময় বক্তব্য রাখেন সাবেক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডি এসবি অফিসার মনিরুল ইসলাম।
Leave a Reply