পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা কুটিঘাটা বাজারে কৃষি মেলার নামে অশালিন নৃত্য, জাদু খেলার নামে চলছে যুবতী মেয়েদের নিয়ে বেহায়াপনা। চরকা, জুয়া, ওয়ানটেন ও যাত্রার নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এ সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে উপর মহলের চাপে ঐদিন থেকে বন্ধ হয়ে যায় মেলা। দুই দিন বন্ধ থাকার পর গত বুধবার রাতে চুরি করে মেলা কমিটি আবারও মেলা চালাতে গিয়ে জনগনের তোপের মুখে পড়ে রাত সাড়ে ১১ টার দিকে পালিয়ে যাওয়ার সময় মালিক রাসেল, পরিচালক ইমরান ও দুই সহযোগী সহ ধানদিয়া চৌরাস্তার সন্নিকটে প্রাইভেট কার খেঁজুর গাছের থাকে ধাক্কা খেয়ে আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি। এদিকে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
উল্লেখ্য রাত একটু গভীর হলে যাত্রা প্যান্ডেলের পিছনে চলছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পার্টিদের নিয়ে ওয়ান-টেন খেলা। এদিকে এলাকাবাসীর অভিযোগ ধানদিয়া ইউনিয়নের কুটিঘাটা বাজারে মেলা শুরুর প্রথম দিন থেকে এলাকায় চুরি বেড়েছে। এবং মেলা স্থানের পাশের দু এক গ্রামে বসবাসরত মানুষ রাতে মাইকের উচ্চ শব্দে ঘুমাতে না পেরে অতিষ্ট হয়ে উঠেছে। আনন্দ মেলা পরিচালনা করার মালিক রাসেল হোসেনের কাছে ওয়ান-টেন, জুয়া এবং সারারাত ধরে নগ্ন নৃত্যের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি সবকিছুর জন্য অনুমতি নিয়ে এসেছি। এদিকে রাত ১০ টা থেকে শুরু হওয়া যাত্রা প্যান্ডেলের মাইকে টিকিট বিক্রি করার শুরুতেই ঘোষনা করা হচ্ছে যাত্রা প্যান্ডেলের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করলেও কোন ব্যক্তি ছবি বা ভিডিও ধারন করলে তার ফোন কর্তৃপক্ষ নিয়ে নেবেন।
Leave a Reply