তালা প্রতিনিধি: পাটকেলঘাটা অঞ্চলে গত বুধবার বিকাল ৪টার দিকে মুশল ধারে বৃষ্টির ফলে কৃষকের পাাঁকা কাটা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকরা চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে। ৩মাসের কষ্টার্জিত ফসল ইরী বোরো ধান সব আশা আকাঙ্খা ধুলায় মিশে গেছে।
এলাকাঘুরে দেখা গেছে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন, নগরঘাটা ইউনিয়ন, সরুলিয়া ইউনিয়ন, কুমিরা ইউনিয়ন, খলিষখালী ইউনিয়ন এই ৫টি ইউনিয়নের দেড়শত গ্রাম এসব গ্রামের অধিকাংশ মানুষ তারা কৃষি নির্ভর। বছরে এরা ১টি ধানের ফসল পায়। বাকি সময় ঐ জমিতে মৎস্য চাষ হয়ে থাকে। হঠাৎ গত বুধবার টানা দেড় ঘন্টা বৃষ্টিতে কৃষকের মাঠের কাটা ধান ভিজে গেছে। তাছাড়া যাদের একটু নাবাল জমি তাদের কাটা ধান পানিতে তলিয়ে যায়। কিন্তু কিছু ধান পাওয়ার আশায় জন কৃষান নিয়ে তলিয়ে যাওয়া ধান উদ্ধারের কাজে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। কুমিরা গ্রামের কৃষক আবুল হোসেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান, এই বৃষ্টিতে সব মিলে কমপক্ষে ১০ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেন।
Leave a Reply