নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের অপরাধে এক যুবকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে তালা সহকারী কমিশানার (ভ‚মি) রুহুল কুদ্দুস এ সাজা প্রদান করেন। অভিযুক্ত যুবক সাতক্ষীরা সদর উপজেলার মিলবাজার এলাকার মোঃ ইনছাপ আলীর ছেলে মো.হাসান আলী (২৩) ।
এদিকে নববধু পাটকেলঘাটা ধানদিয়া ইউনিয়নের উত্তর শারশা গ্রামের নুর নাহার খাতুন (১৬) ও স্থানীয় দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী। তালা সহকারী কমিশানার ভ‚মি রুহুল কুদ্দুস স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার পারিবারিক সম্মতিতে গোপনে বিয়ে করেন অভিযুক্ত বর ও কনে। মঙ্গলবার সকালে তালা উপজেলা মহিলা কর্মকর্তা নাজমুন নাহার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের সহয়তা তাদের আটক করে নিয়ে আসেন। এরপর বাল্য বিবাহ নিরোধ আইনে অভিযুক্ত যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
Leave a Reply