নিজস্ব প্রতিনিধি: খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরবনগর নামক স্থানে ১০ জানুয়ারি সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন মহেন্দ্রকে ধাক্কা দিলে ছিটকে পার্শবর্তী খাদে পড়ে যাত্রী পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফকির আহমাদ (৬২) নিহত হয়। জানাগেছে সাতক্ষীরা থেকে মহেন্দ্রযোগে ফকির আহমেদ পাটকেলঘাটা কলেজের উদ্দেশ্যে আসছিলেন। ভৈরবনগর নামক স্থানে পৌছালে পিছন থেকে পরিবহন ধাক্কা দিলে মহেন্দ্রে থাকা ৫জন যাত্রী আহত হয়। এর মধ্যে ফকির আহমেদের অবস্থা গুরুত্বর হওয়ায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পতিমধ্যে তিনি মারা যান। এদিকে পুলিশ পরিবহন চালক ও হেলপারকে আটক করে।
Leave a Reply