বিশেষ প্রতিনিধি: পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার কেজি কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম পাটকেলঘাটা থানার ভিতরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরাফাত হোসেনের নেতৃত্বে বিনষ্ট করেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় সাংবাদিকদের জানান, পাটকেলঘাটা থানার কুমিরা ভাগবাহ এলাকা থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে এসব অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে অপরিপক্ক কেমিক্যাল যুক্ত আম জড়ো করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে ৪ হাজার কেজি আম জব্দ করে গতকাল শনিবার সকালে পাটকেলঘাটা থানার মধ্যে উক্ত আম বিনষ্ট করা হয়।
Leave a Reply