মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পহেলা ফেব্রæয়ারী পৌরসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় পৌরসভা মাঠে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। টুর্নামেন্টে ২-১ ব্যবধানে বাপ্পি-রায়হান জুটিকে পরাজিত করে রিপন-মিলু জুটি চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিলু। খেলা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর রবি শংকর মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু। উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম ইমদাদুল হক, আসমা আহমেদ, রাফেজা খানম, সাংবাদিক জিএ রশীদ ও বিএম কোরবান আলী।
Leave a Reply