1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নিজের চেষ্টায় সফল শিমলা খাতুন, শত বাঁধা আটকাতে পারেনি তাকে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা📰সাতক্ষীরার আট থানাসহ দেশের ৫২৭ থানার নতুন ওসি📰সাতক্ষীরায় জামায়াত প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ📰মহান বিজয়ের মাস শুরু📰ভালুকা চাঁদপুর পূর্ব পাড়া আহলে হাদিস জামে মসজিদের বিষয় নিয়ে আমার জবানবন্দি📰বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কালিগঞ্জে প্রার্থনা📰কালিগঞ্জে দিনদুপুরে গৃহবধূ ও যুবক গুলিবিদ্ধ

নিজের চেষ্টায় সফল শিমলা খাতুন, শত বাঁধা আটকাতে পারেনি তাকে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: এক খন্ড জমিতে মাটির ঘর, সংসার চালাতে হিমশিম খায় দিন মজুর বাবা, লেখা পড়ার সুযোই ছিলনা বললেও চলে। তার মধ্যে স্কুল পড়াকালিন বিয়েতে জড়িয়ে জীবনে চলে আসে বড় ঝড় শেষ পরিনতি বিবাহ বিচ্ছেদ। এমন প্রতিকুলতাকে হার মানিয়ে নিজেই নিজের শক্তি হয়ে জিপিএ ৫ পেয়ে জীবনে সফলতার স্বাক্ষর রেখেছে শিমলা খাতুন নামের এক এইচ.এস.সি পরীক্ষার্থী।
অদম্য মেধাবি শিমলা খাতুন সাতক্ষীরা সদরের বিনেরপোতা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ থেকে ২০২২ সালের এইচ এসসি পরীক্ষার ফল প্রকাশে জিপিএ ৫ পেয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সে জেলার তালা উপজেলার নগরঘাটা এলাকার আহম্মাদ আলী ও মোমেনা খাতুনের ছোট মেয়ে।
অদম্য মেধাবী শিমলা খাতুন কান্নাজড়িত কন্ঠে জানান তার জীবনের গল্প। তিনি বলেন, ছোট বেলা থেকেই অভাব দেখতে দেখতে বড় হয়েছি। তিন বোনের মধ্যে সে ছোট, তার ছোট একটা ভাইও আছে। অভাব আর টানাপোড়নের মধ্যে নগরঘাটা কবি নজরুল মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়া কালিন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিয়ের পিড়িতে বসে থমকে যায় লেখা পড়ার গতি। তার পরেও নিজের চেষ্টায় বিজ্ঞান বিভাগ থেকে ৪.৭৪ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় এসএসসি পরীক্ষায়।
স্বামী তাকে আর পড়াতে রাজি হয়নি। কিন্তু বিনেরপোতা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ¯œাতক পর্যায়ে ছাত্রী শিমলার আপন বড় বোনের মাধ্যমে যোগাযোগ করেন কলেজটিতে। কিন্তু ভর্তি হওয়ার টাকা ছিলো না।
এক পর্যায়ে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের প্রধান সহকারি মো: আকতারুজ্জামান (জামান) এর কাছে অদম্য মেধাবী শিমলার জীবন কাহিনী বলেন তার বড় বোন নাজমা খাতুন। সে বলে শিমলা পড়তে চায় আপনারা কিছু একটা করুন। তার কথায় প্রধান সহকারি জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও পরিচালনা পরিষদকে জানালে শিমলাকে সকল ধরনের সহযোগীতা করতে রাজি হয় কর্তৃপক্ষ। যথারিতী সে মানবিক বিভাগে এইচএসসি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়। কিন্তু তার স্বামী কোন ভাবেই তাকে পড়তে দিতে রাজিনা।
এর মধ্যে পরে বছর না ঘুরতেই জীবনে নেমে আসে আরেক ঝড় বিবাহ বিচ্ছেদে পড়তে হয় তাকে। স্বামী তাকে ছেড়ে চলে যায়। কিন্তু শত বাঁধা শিমলাকে আটকাতে পারেনি। অদম্য মেধা ও নিজের চেষ্টায় অর্জন করেছে এপ্লাস (জিপিএ-৫)।
সকল দু:খ,দুর্দশার মধ্যে দিয়েও হার মানেনি শিমলা ২০২২ সালের এইচ এসসি পরীক্ষার ফল প্রকাশে সে জিপিএ ৫ পেয়ে সফলতা অর্জন করেছে। সে ভবিষ্যতে পড়া লেখা শেষ করে বড় সরকারী কর্মকর্তা হতে চায়।
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সকল শিক্ষকবৃন্দ জানান, আমরা সবসময় মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের সহযোগীতা করার চেষ্টা করি। সরকারী, বেসরকারী সহযোগীতা পেলে শিমলা বহুদূর যেতে পারবে। তার পথচলাকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগীতা করার আহব্বান জানান।
এদিকে শিমলার লেখা পড়া চালানোর মত সমর্থ নেই তার পরিবারের। পরিবারের পক্ষ থেকে মেধাবী মেয়ের পড়ালেখা এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগীতা কামনা করেছেন তার পরিবার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

সম্পাদক ও প্রকাশক:

সিনিয়র নির্বাহী সম্পাদক :

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd