নিজস্ব প্রতিনিধি: মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। অনুষ্ঠানের মধ্যে ছিলো হামদ্-নাত, আলোচনা সভা, দোয়া-দুরুদ ও মোনাজাত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজ্লু ইসলাম, শামীমা আক্কার, খালেদা খাতুন, হারুন অর রশিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক কনক কুমার ঘোষ, অরুণ কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, গীতা রানী সাহা, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, ইসলাম শান্তির ধর্ম। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে ইসলাম ধর্মের অবস্থান। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মহানবীর বিদায় হজ্জ্বের ভাষণ ও হুদাইবিয়ার সন্ধির কথা তুলে ধরে বক্তারা বলেন নবীজী বিশ্ব মানবতার মুক্তির দিশারী। বক্তারা মহানবীর জীবন ও আদর্শকে ধারণ করে জীবন গড়ার আহ্বান জানান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ নজিবুল ইসলাম।
Leave a Reply