কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলার বসন্তপুর খালধার এলাকায় এক ব্যক্তি কর্তৃক অবৈধভাবে সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। জানা গেছে, উপজেলার বসন্তপুর গ্রামের খালধার এলাকায় সরকারী জমিতে ঐ এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে ভূমিহীন ইয়াদ আলি গাজি পরিবার নিয়ে বসবাস করতেন। সেসময় তিনি সেখানে অনেক গাছগাছালি রোপন করেন। গত কয়েকমাস পূর্বে ঐ এলাকার এক মামলাবাজ ব্যক্তি মৃত পুটে গাজীর ছেলে নওয়াব আলী বাছলা স্থানীয় এক জনপ্রতিনিধির সহযোগীতায় আহাদ আলীকে মামলার ভয় দেখিয়ে উক্ত জায়গা থেকে উচ্ছেদ করে। সেসময় আহাদ আলী নিরুপায় হয়ে পরিবার পরিজন নিয়ে চলে যায়। ইতিমধ্যে আহাদ আলীর লাগানো গাছগুলো বড় হয়ে গেছে। যার কারনে ঐ নওয়াব আলী গোপনে উক্ত গাছগুলো বিক্রি করে দিলে বুধবার সকাল থেকে গাছ কাটা শুরু করে। এসময় আহাদ আলীসহ স্থানীয়রা বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। ইউএনও মোঃ আসাদুজ্জামান সরকারী জায়গার গাছ বিক্রি করা যাবেনা উল্লেখ করে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply