কে এম রেজাউল করিম দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় সরকারি দপ্তরে প্রতিবন্ধী কিশোরীদের প্রদানকৃত চলমান সেবা অব্যাহত রাখতে স্টেক হোল্ডার সভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার হাদিপুরস্থ ডিআরআরএ’র হলরুমে নারীকন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের বাস্তবায়নে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মুলপ্রবন্ধ উপস্থাপন করেন কিশোরী প্রকল্পের ব্যবস্থাপক মোঃ কাওসার বিন সিদ্দিক। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারীকন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের সিনিয়র সুপারভাইজার নজিফা খাতুন, ফাইনান্স এন্ড এডমিন এসিটেন্ড সুকুমার রায়।
এসময় কিশোরী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সেবা ও সুবিধাভোগীদের সরকারি প্রতিষ্ঠানে লিংকেজ এবং প্রকল্পের অর্জন সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারী প্রদর্শণ করা হয়। এছাড়া প্রকল্প শেষ হওয়ার পরেও, সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারগন যাতে কিশোরী প্রকল্পের এই ভালো চর্চাগুলি চলমান রাখেন সে বিষয়ে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। একই সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ প্রতিবন্ধীতা বিষয়ক সকল ধরনের সেবা পেতে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার কথা বলেন।
Leave a Reply