স্টাফ রিপোর্টার: দেবহাটায় পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী শিবির নেতা মাসরুর সাকিব শিমুল (৩৫) ও সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ফাতেমা খাতুন নামের এক নারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত শিবির নেতা মাসরুর সাকিব শিমুল উপজেলার দক্ষিণ কুলিয়ার রবিউল ইসলামের ছেলে এবং ফাতেমা খাতুন উত্তর সখিপুরের ফজলুল হক মিন্টুর স্ত্রী। শুক্রবার ভোররাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই গিয়াস উদ্দীন, এএসাই খন্দকার জাহিদুর রহমান, এএসআই আব্দুর রহমান ও এএসআই শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।
Leave a Reply