নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় পাচারের ভিকটিম তিনজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গরু বিতরণ করা হয়েছে। সোমবার মানব পাচার প্রতিরোধে সমন্বিত প্রকল্প ‘রাইটস’ যশোরের উদ্যোগে এসকল ভিকটিমদের মাঝে গরু বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিকটিম নারীদের মাঝে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় সংস্থাটির প্রোগ্রাম অফিসার প্রণব দাশ, ডেক্স অফিসার আসের আলী ও শামীম রেজা, দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুল্যাহ আল মামুন ও ইউপি সদস্যা রেহানা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply