নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে নতুন বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে দেবহাটায় দিবসটি উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার সখিপুর বাজার থেকে এ উপলক্ষে একটি র্যালী বের করেন উপজেলা জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালীটি পারুলিয়া ও সখিপুরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে ফিরে সমাবেশে মিলিত হয়।
দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং আবুল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ডাকসু সম্পাদক উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম, যগ্ম-আহবায়ক হাসান সরাফী, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর কবির বাবু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, যুগ্ম-আহবায়ক আহছানউল্লাহ ডালিম, যুগ্ম-আহবায়ক হোসেন আলী, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক অধ্যাপক আবু তালেব মোল্যা।
সমাবেশে উপজেলা তাঁতীদলের আহবায়ক হিরন্ময় কুমার মন্ডল, সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সফিকুল ইসলাম, কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্রমিক দলের আহবায়ক বিকাশ সরকার, সদস্য সচিব আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু, যগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ও সাতক্ষীরা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওনসহ উপজেলা জাতীয়তাবাদী দল ও অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply