কে এম রেজাউল করিম/ আরাফাত হোসেন/মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ উপজেলার সাধারণ জনগণ। রোববার বেলা ১১টায় উপজেলা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তরা জানান, এবিএম খালিদ হোসেন সিদ্দিকী একজন সৎ ও দক্ষ অফিসার। তিনি ইউএনও হিসেবে দেবহাটায় এক বছর কয়েক মাস হলো যোগদান করেছেন। তার মধ্যে তাকে বদলি অর্ডার এসেছে। তিনি আসার পর সর্বস্তরের মানুষের সেবায় কাজ করেছেন। রাত-দিন নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন। তার অফিসে যেকোন সময় অনুমতি ছাড়াই প্রবেশ করে সেবা পাওয়া। সম্প্রতি তিনি ইছামতী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহন করেনে। এছাড়া আশ্রয়ণ প্রকল্প, বীর নিবাসের কাজের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উপজেলার সকল উন্নয়ন কাজ নিজে গিয়ে তদারকি করেন যে কারনে অনিয়ম করা সুযোগ পাচ্ছে না অনেকেই। উপজেলা অন্যতম পর্যাটন কেন্দ্র রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটকে নানামুখী উন্নয়ন সহ ভালো কাজ করায় একশ্রেণির মানুষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সচ্ছতার সাথে নিরপেক্ষ ভূমিকা রাখায় তার কাল হয়েছে। অপকর্মকারীরা নিজেদের কাজ হাসিল করতে না পেরে একজন দক্ষ অফিসারকে তদবির করে বদলির অর্ডার করিয়েছেন বলে দাবি করেন বক্তারা।
মাননবন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন মোফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।
এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কয়েক শত মানুষ মানববন্ধনে অংশ নেন।
Leave a Reply