কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা থানা পুলিশের অভিযানে একাধিক জিআর মামলার গ্রেপ্তারী পরোয়ানার এক আসামীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মনজুরুল আলম (২৩)। সে দেবহাটা উপজেলার সেকেন্দারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার (১ সেপ্টেম্বর) এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানার ২ নং পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ সময় খুলনা থানার মামলা নং-০৪, তাং-১১/১২/২০১৩ ইং, (জিআর ৩৬৮/১৩) এবং খুলনা থানার মামলা নং-০৫, তাং-১৪/১২/২০১৩ ইং, (জিআর-৩৬৯/১৩) মামলার পালাতক আসামী মনজুরুল আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আটককৃত আসামীকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply