কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক গনশিক্ষা মন্ত্রানালয়ের সহযোগিতায় পরিবর্তনশীল ও শান্তিপূর্ন সমাজ গঠনের স্বাক্ষরতা প্রসারের জন্য আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রোগ্রাম অফিসার আল-আমিন হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম হোসেনসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply