জিয়াউর রহমান: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ০৫ ওয়ার্ডের দক্ষিণ ফিংড়ী জামে মসজিদের মক্তব পড়ুয়া কচিকাচা বাচ্চাদের নিয়ে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সভাপতি ও খতিব মাওলানা জুম্মান আলী ঢালীর উদ্যোগে দেবহাটার বনবিবির শতবর্ষী বটগাছ প্রদর্শন, সাতক্ষীরা জেলার কৃতি সন্তান খান বাহাদুর আহছানউল্লাহ (রহঃ)এর মাজার শরীফ জিয়ারতসহ রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র প্রদর্শন করা হয়। এসময় ছোট্ট কচিকাচা বাচ্চাদের এবং অভিভাবকদের মনে উল্লাসিত মনোভাব পরিলক্ষিত হয়। এ প্রসঙ্গে মাওলানা জুম্মান আলী ঢালী এ প্রতিবেদককে জানান – আমি প্রতি বছর মক্তবের বাচ্চাদের নিয়ে শিক্ষা সফর করে থাকি। এতে বাচ্চারা যেমনি আনন্দিত হয় তেমনি দেশের অনেক সুন্দর মনোরম দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ পাই। পড়াশুনার পাশাপাশি প্রতিবছরের মতো এবারও শিক্ষা সফরের উদ্দেশ্যে দেবহাটা উপজেলার বিখ্যাত বনবিবির বটগাছ, রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র এবং কালীগঞ্জ উপজেলার খান বাহাদুর আহছানউল্লা (রঃ) এর নলতা শরিফ ভ্রমণ ও মাজার শরীফ জিয়ারত করিয়ে এনেছি। এতে মক্তবের বাচ্চার খুব আনন্দিত ও উল্লাসিত হয়েছে। মাওলানা জুম্মান আলীর এহেন মহৎ কর্মকাণ্ডের জন্য এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply