জহর হাসান সাগর তালা: সাতক্ষীরার তালা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা সোমবার (৯ মে) বেলা ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় আশ্রিতদের থাকার জন্য সাইক্লোন সেন্টারের পরিবেশ তৈরির জন্য শিক্ষা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান সহ সুপেয় পানি, শুকনো খাদ্য ও গো-খাদ্য সরবারহ নিশ্চিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্ব ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, শিক্ষক আব্দুল হাই, অধ্যাপক গোলাম ফারুক, গনেশ দেবনাথ, কামরুল ইসলাম লাল্টু,জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান সহ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply