শংকর ঘোষ,ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় চলতি অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসা পুকুরে প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, জেলা মৎস্য অফিসার, জয়দেব পাল, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মাও: মোস্তাক আহম্মেদ, মাও: আব্দুর রহমান, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্হিত ছিলেন। উপজেলায় মোট ৩০টি জলাশয়ে ৪৯৭ কেজি ১০-১৫ সে.মি আকারের কার্প জাতীয় মাছের সুস্থ ও সবল পোনা অবমুক্ত করা হয় বলে জানানো হয়।
Leave a Reply