শংকর ঘোষ, চুকনগর: ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে বাড়ির সদস্যদের অজ্ঞান করে চুরি হওয়া স্বর্ন ও রৌপ্য অলংকার, মোটর সাইকেল,মোবাইল ফোন চুরির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ আন্তঃ জেলা চোর ও অজ্ঞান পার্টির ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গতকাল দুপুর ২টায় ডুমুরিয়া থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং-এ খুলনা জেলা পুলিশ সুপার মাহবুব হাসান (বিপিএম)এ তথ্য জানান।এ সময় ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এবং পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরি উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার বলেন,সম্প্রতি ডুমুরিয়া থানা এলাকায় কয়েকটি দোকানে চুরি ও অজ্ঞান পার্টির কবলে পড়ে স্বর্ন ও রৌপ্য অলংকার, মোটরসাইকেল, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একাধিক মামলা হয়েছে, যার নং যথাক্রমে ২০/ তারিখ-২১/১২/২০২২ এবং ০১/ ০১/০১/২০২৩। এর প্রেক্ষিতে খুলনা জেলা পুলিশের তত্বাবধানে ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৮জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং আদালতের মাধ্যমে তারা বর্তমানে পুলিশের রিম্যান্ডে আছে বলে জানান তিনি।গ্রেফতারকৃতরা হলেন,সাতক্ষীরা সদরের ধুলহর বেড়বাড়ি গ্রামের মৃত জামাল গাজীর ছেলে আলমগীর হোসেন (৩৫),পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে শেখ পলাশ আহম্মেদ (৪৫),খুলনার ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রামের রুহুল আমীন শেখের ছেলে শেখ আরিফুল ইসলাম (৩৪),যশোরের ঝিকরগাছা থানার মধুখালী গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে রমজান আলী মনা (৫১),সাতক্ষীরার আশাশুনি থানার আধারআটি গ্রামের সামাদ মিস্ত্রির ছেলে সুমন মিস্ত্রি (৩০),তালা থানার জেঠুয়া গ্রামের মৃত সামেদ আলী আকুঞ্জির ছেলে জিয়াউর আকুঞ্জি জিয়া (৪০),যশোরের বেনাপোল পোর্ট থানার কায়েড়া গ্রামের মৃত বজলু মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৪৬) এবং একই থানার কাগজ পুকুর (খেদাপাড়া) গ্রামের মৃত আজগর আলীর ছেলে বাবুল হোসেন (৩৩)।পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মামলার ঘটনায় লুন্ঠিত একজোড়া স্বর্নের রুলি, চারটি স্বর্নের আংটি,একজোড়া রুপার তৈরি পায়ের নুপুর,একজোড়া রুপার তৈরি চুড়ি, একটি স্বর্নের চুড়ি ও এরটি স্বর্নের চেইন, ওজন সর্বমোট ৩ ভরি ১ আনা স্বর্ন ও প্রায় ৩ ভরি রুপার অলংকার,একটি বাজাজ (ডিসকভার)মোটরসাইকেল এবং চুরির ঘটনায় যোগাযোগের কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন,অভিযান অব্যাহত আছে খুব শিঘ্রি আরও মালামাল উদ্ধার করা হবে বলে আশা করছি। সর্বোপরি তিনি চুরি, ডাকাতি, ছিনতাই সহ সার্বিক আইন শৃংখলা রক্ষার জন্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply