স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর-২ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আফসার আলীর ট্রাক প্রতিক মার্কার নির্বাচনী পথসভা শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা হাটের মোড়ে অনু্ষ্িঠত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ট্রাক মার্কা নির্বাচনের সমন্বয় মোঃ আসাদুল ইসলাম। উক্ত নির্বানী সভায় আলহাজ্ব আফসার আলী বলেন আমি সাতক্ষীরা মানুষের কল্যাণে কাজ করার জন্য এই জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করেছি। সাতক্ষীরা মানুষ সুন্দর বাস যোগ্য গড়ার কারিগর হিসেবে যাহা যাহা দরকার আমি তাই করব যদি আপনারা আমাকে ট্রাক প্রতি মার্কায় ভোট দিয়ে জয়ী করেন। সাতক্ষীরা সদর দুই আসনের মানুষের কর্মক্ষেত্র ও ভোমরা বন্দর এর পূণ্য রুপে ফেরানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন সমাজ সেবক হিসাবে মানুষের কাছে ও নয়নে থেকে সকল মানুষের দুঃখ দুরদসা লাঘবে কাজ করা আমার প্রথম চিন্তা। সাতক্ষীরার প্রতিটি গ্রাম ও মহললাই ট্রাক প্রতির জয়জয়োকার কারণ সাতক্ষীরার মানুষ শান্তি প্রিয় তাই প্রত্েযক ফোটার এর চিন্তা চেতনা তারা সুন্দর মনের মানুষ কে ভোট দিবে সে জন্য আমার ট্রাক প্রতিকে খুশী এবং আগামী সাত তারিখ সারা দিন ট্রাক মার্কায় ভোট দেওয়ার আগ্রহী।
Leave a Reply