তুহিন হোসেন সাতক্ষীরা থেকে: অনিয়মের মাধ্যমে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পেলেন বিতর্কিত শিক্ষক অরূপ কুমার সাহা। নিয়ম নীতির তোয়াক্কা না করেই সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে শনিবার সকাল ১০টা থেকে বিতর্কিত নিয়োগ বোর্ড বসান স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সরেজমিনে দেখা যায়, গোপনে নিয়োগের কার্যক্রম হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী অভিযোগ করে বলেন, স্কুলের সভাপতির লোক বলে পরিচিত অরূপ কুমার সাহাকে পরীক্ষার আগেই প্রশ্ন দেওয়া হয়। ঐ শিক্ষক অরুপ কুমারের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ আছে, যাহা সাতক্ষীরা উপজেলা মৎস্য কর্মকর্তা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এবিষয়ে তদন্ত কর্মকর্তা ৩/৮/২২ তাং রিপোর্ট প্রদান করেছেন শুরু তাই নয় অরুপ কুমারের বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা আছে। উল্লেখ্য সাতক্ষীরার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে অরুপ কুমার সাহা শিক্ষক থাকা কালীন সময়ে ঐ স্কুলের এক ছাত্রীকে নির্যাতন করার কারণে দীর্ঘদিন ঐ স্কুল কতৃপক্ষ সাসপেন্ড করেন। এ নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, ডিজির প্রতিনিধি অজয় কুমার। অভিযোগ আছে মোটা টাকার বিনিময় তাদের ম্যানেজ করে পাতানো নিয়োগ বোর্ড বসানো হয়। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে, এসএম শওকত হোসেন জানান, পরীক্ষার স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। অরূপ কুমারকে নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে অরূপ কুমার সাহার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তার নিয়োগে স্কুল কর্তৃক অনাপত্তি পত্র দেওয়ায় তাকে নিয়োগে কোন বাঁধা নেই।
অরূপ কুমার সাহা এর বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অপকর্মের দ্বিতীয় পর্ব আসিতেছে …………….চোখ রাখুন?
Leave a Reply