“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম) পর্যায় ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ ও ২৫ মে দু’দিন ব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। মেলার ১ম দিনে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঘোষ সনৎ কুমার ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালী শেষে মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার।
জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক অনুষ্ঠানে শিশু মেলার তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, সুধীজন। উক্ত শিশু মেলায় শিশু-নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জন্ম-নিবন্ধন, নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অটিজম ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন। দু’দিন ব্যাপী মেলার ১ম দিনে চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল কলেজের সহ¯্রাধিক শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন জেলা তথ্য অফিস, সাতক্ষীরার ঘোষক মোঃ মনিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply