তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মাদক সম্রাট, জুয়ার মাস্টারমাইন্ড, নারীলোভী, আওয়ামীলীগের দোসর, দালাল,সন্ত্রাসী ইমরানকে আটক করেছে তালা থানা পুলিশ ৷ ইমরান মোড়ল জালালপুর গ্রামের মোহাম্মদ মোড়ল,(কসাই মোহাম্মদ) এর পুত্র ৷
শনিবার(০১লা মার্চ) সকালে তালা থানার এস আই শাহিনুর রহমান শাহিন জেঠুয়া বাজার হতে তাকে গ্রেফতার করেন ৷
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় একাধিক ব্যক্তি জানান, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইমরান জুয়ার মাস্টার এজেন্ট, মাদক সম্রাট নামে পরিচিত, তার আন্ডারে ৫০টির মত সাব এজেন্ট চলে ৷ এতদিন প্রশাসনকে ম্যানেজ করে জালালপুর গ্রামে ত্রাসের রাজ্যত্ব কায়েম করেছে সে ৷এমন কোন অপকর্ম নাই ইমরান করে নাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইভটিজিং, মদ, জুয়া এগুলো তার নিত্যদিনের কাজ ছিল, তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।
সে জামায়াত ও বিএনপির লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি, অত্যাচার ও নির্যাতন করেছে এমন অভিযোগ অনেক ভুক্তভোগীদের ৷ তার কারণে বহু সংসার ভেঙে গেছে ৷ তাকে গ্রেপ্তার করায় এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেছে ৷
এতদিন পর হলেও পুলিশ তাকে গ্রেফতার করেছে, এই জন্য তালা থানার ওসিসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা জানান,তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না, তার ভয়ে নারীরা রাতে ঘুমাতে পারে না, অত্যন্ত ভয়ংকর নিকৃষ্ট মনের মানুষ এই সন্ত্রাসী ইমরান ৷ আওয়ামী লীগের দোসর এই ভয়ংকর সন্ত্রাসী ইমরান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর পোস্টার ছিড়ে পায়ের তলায় পিষ্ট করেছিলো ৷ তার বিরুদ্ধে কেউ কোন কথা বলার সাহস পায়নি এত দিন৷ জুয়ার মাস্টার এজেন্ট ইমরান মোড়লের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানা পুলিশ।
Leave a Reply