নিজস্ব প্রতিনিধি: দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবাদের জীবনমান উন্নয়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় সিলেটে ‘জাতীয় যুব সম্মাননা অ্যাওয়ার্ড’ পেয়েছেন সুব্রত হালদার শুভ। তিনি দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক এবং কোস্টাল ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিওয়াইডিএফ)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।
সিলেটের লক্ষীপুর খ্রিস্টান ধর্মপল্লীতে গত (২৩-২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৩৯তম জাতীয় খ্রিস্টান যুব দিবসে তাঁকে এই সম্মাননা সম্মাননা তুলে দেন এ্যাপিসকপাল ইয়ুথ কমিশন বাংলাদেশ-এর সভাপতি আর্চ বিশপ লরেন্স সুব্রত হালদার, সিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোপের প্রতিনিধি হলি সিটি (ভ্যাটিকান) এর রাষ্ট্রদূত কেভিন রেন্ডাল এ্যাপলস্টিক নূনসিও। এতে বাংলাদেশের আটটি খ্রিস্টান ধর্মপ্রদেশ থেকে প্রায় ৫০৮ জন যুবক-যুবতি, ৪৫জন যাজক এবং ৪০ জন বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ এই যুব দিবসে অংশগ্রহণ করেন।
২০১৯ সালে সুব্রত হালদার সাতক্ষীরায় অর্ধশত ভলেন্টিয়ার নিয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম শুরু করে। শুভ’র নেতৃত্বে করোনা পরিস্থিতি ও আম্পানে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে ভিবিডি সাতক্ষীরা দেশব্যাপী সাড়া ফেলে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের যুবাদের জীবনমান উন্নয়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুব্রত হালদারের সংগঠন সিওয়াইডিএফ নানাবিধ কার্যক্রম চলমান রেখেছে।
Leave a Reply