1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জমে উঠেছে ঐতিহ্যবাহী কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰নাগরিক সেবা বঞ্চিত ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নবাসী, ভোগান্তি!!!📰সৌন্দর্য্য ছড়াচ্ছে লাল শাপলা📰শ্যামনগরে আ. লীগ নেতা গোলাম মোস্তফা বাংলা ভাই কারাগারে📰সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন📰সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুু📰প্রতাপনগরের মেধাবী ছাত্র একপায়ে মাদ্রাসায় যেতে হিমশিম কাচ্ছে কৃত্রিম পা পেতে আবেদন📰বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে ক্লাশ চলছে📰পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ📰এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি📰দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের স্কলারশিপ প্রদান

জমে উঠেছে ঐতিহ্যবাহী কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন

তুহিন হোসেন সাতক্ষীরা:
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১ সংবাদটি পড়া হয়েছে

দূর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কদমতলা বাজার গড়তে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ শাহাজান আলী

তুহিন হোসেন সাতক্ষীরা: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা সদরের কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ছেয়ে গেছে গোটা বাজার এলাকা। কদমতলা এলাকা জুড়ে দড়িতে ঝুলছে রং-বেরংয়ের পোস্টার। সাথে রঙিন প্যানায় শোভা পাচ্ছে প্রার্থীর ছবি সম্বলিত প্রতীক। নির্বাচনী প্রচার-প্রচারণাও চলছে বেশ জোরালো গতিতে। প্রার্থীরাও দ্বারস্থ হচ্ছেন ভোটারদের। চাচ্ছেন দোয়া, আশীর্বাদ ও সমর্থন। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রæতি। সুখে-দুখে পাশে থাকার আশ্বাসও পাচ্ছেন ভোটাররা। ইতোমধ্যে বাজারের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তা সমাধানে প্রত্যেক প্রার্থী ব্যক্ত করেছেন প্রত্যয়। আগামী ২৩ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। কাক ডাকা ভোর থেকে গভীর রজনী পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে। মেলাচ্ছেন ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির হাত। একে অপরের শুভ কামনায় করছেন মতবিনিময়। প্রার্থীরা ভোটারদের কাছে মেলে ধরছেন যোগ্যতা ও অভিজ্ঞতার পালক। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রæতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারেরাও বাজারের কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রæতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত এখন কদমতলা বাজার এলাকা।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ৩ বছর মেয়াদি নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্নমাত্রা যোগ হয়েছে এবারের নির্বাচনে। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কদমতলা বাজার কমিটির নির্বাচন। গত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গঠিত কদমতলা বাজারের আহ্বায়ক কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ২৭ অক্টোবর মনোনয়নপত্র ক্রয়, ৩০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ৩১ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ০২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ০৪ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ০৫ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ২৩ নভেম্বর ২০২৪ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ইতোমধ্যে বাজারের প্রতিটি অলিগলি প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে। কদমতলা বাজার এলাকায় সাজ-সাজ রব পরিলক্ষিত হচ্ছে। কারা আসবেন বাজার কমিটির ক্ষমতার মসনদে তা নিয়ে ভোটাররাও চুলচেরা বিশ্লেষণ শুরু করছে। তবে ভোটাররা সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এবং অনেক সমস্যায় জর্জরিত এই বাজারের উন্নয়ন জন্য উপযুক্ত প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
আহ্বায়ক কমিটির দেওয়া তথ্যানুযায়ী মনোনয়নপত্র ক্রয় ও দাখিলসহ নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম কদমতলা বাজারে অবস্থিত কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। বর্তমানে প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের নিকট বাজারের বিভিন্ন উন্নয়নের বার্তা নিয়ে ভোট প্রার্থনা করছেন। এবার নির্বাচনে মোট ৬১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের বিপরীতে মোট ২২জন মনোনয়নপত্র ক্রয় করেন, ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অনুসন্ধানে আরোও জানাযায় শেখ শাহাজান আলীর উপর আস্থা রেখে ব্যবসায়ীদের অধিকার নিশ্চিত করতে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন কদমতলা বাজার ব্যবসায়ী ভোটাররা। এ বিষয়ে বাজারের একাধিক ব্যবসায়ীরা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, শেখ শাহাজান আলী একজন সৎ, নির্ভীক, সদালাপি ও সাধারণ মানুষের বিশ্বস্থ তিনি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ শাহাজান আলী কেন তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে চান এমন কথা জানতে চাইলে তিনি দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান, কদমতলা বাজার ব্যবসায়ীকে নির্যাতনের হাত থেকে মুক্ত করতে এবং শান্তি ও অধিকার নিয়ে বাঁচার স্বপ্ন পুরন করতে আমি এই নির্বাচনে মটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। এসময় তিনি কদমতলা বাজার ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন। দূর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কদমতলা বাজার গড়তে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ শাহাজান আলী। তিনি আরোও বলেন কদমতলা বাজার ব্যবসায়ীদের মূল্যবান ভোটটা আমার মটর সাইকেল মার্কায় ভোট দিয়ে কদমতলা বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঐতিহ্যবাহী কদমতলা বাজার কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। ওইদিন সঠিক সময় ও পরিবেশ বজায় রেখে ভোটগ্রহন করা হবে বলে জানান তারা। কদমতলা বাজার কমিটির নির্বাচনে ৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্নীতিমুক্ত এবং বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নতুন কমিটি কাজ করবেন এমন প্রত্যাশা করছেন বাজারের ব্যবসায়ীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2023
প্রযুক্তি সহায়তায়: csoftbd