খুলনা প্রতিনিধি: খুলনায় ১’শ ৫ কেজি ভেজাল মধুসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। গত সোমবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানা এলাকার সিটি বাইপাস সড়কের মধু তৈরির কারখানা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক দুইজন হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাথুরাপুর এলাকার মোঃ আশরাফুল ইসলাম রিপন (৩৪) ও একই উপজেলার বাদঘাটা এলাকার শেখ শাহরিয়ার মাসুদ (৩৮)।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোঃ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আড়ংঘাটা থানার সিটি বাইপাস সড়কের আকমানের মোড়ে একটি কারখানায় ভেজাল মধু তৈরি করা হচ্ছে বলে জানতে পারে। এসময় দুপুর পৌনে ৩টার দিকে ওই এলাকার বাইতুস শরিফ জামে মসজিদের পূর্বপাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১০৫ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মোঃ আশরাফুল ইসলাম রিপন ও শেখ শাহরিয়ার মাসুদ দীর্ঘদিন ধরে ভেজাল মধু উৎপাদন করে আসছিলেন। এসব ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লুকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। এরপর ওই মিশ্রণ ঠাণ্ডা হলে তাতে মধুর ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণ মধু মেশানো হয়। এরপর ওই মিশ্রণ বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়।
মহানগর ডিবির প্রধান জানান, আটক মোঃ আশরাফুল ইসলাম রিপনের বিরুদ্ধে একটি সংঘর্ষের মামলা ও একটি মাদকের মামলায় (৭ বছরের সাজাপ্রাপ্ত) রয়েছে। এছাড়াও আটক শেখ শাহরিয়ার মাসুদের বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর ডিবির প্রধান।
Leave a Reply