নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে শালিশে বৈঠকে ৩ হাজার টাকা জরিমানা এবং কপোত-কপোতীকে রামধোলাই দিয়েছেন চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত আকিমুদ্দীন সরদারের পুত্র ২ সন্তানের জনক শামীম সরদার (৪০) এর সাথে একই গ্রামের জব্বার সরদারের কন্যা ২ সন্তানের জননী ছাবিনা ইয়াসমিন ওরফে তহমিনা খাতুন (৩৭) এর মধ্যে দীর্ঘ দিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। এরই জের ধরে গত ২৬ মার্চ রাতে তারা স্থানীয় একটি আম বাগানে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়রা দেখতে পেলে শামীম সরদার লুঙ্গি ফেলে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় গত বুধবার কোমরপুর গ্রামের ফুটবল মাঠে এলাকাবাসীর উপস্থিতিতে শালিশে বৈঠকে লম্পট শামীম হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা এবং পবিত্র রমজান মাসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উক্ত কপোত-কপোতীকে চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও ইউপি মেম্বার মন্টু প্রকাশ্যে উত্তম মধ্যেম দিয়ে ছেড়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, সাবিনা ইয়াসমিন ওরফে তহমিনার স্বামী না থাকায় স্থানীয় শামীম হোসেনের সাথে ধীর্ঘদিন ধরে অনৈতিক সর্ম্পক চালিয়ে যাচ্ছেন। এরআগেও এ বিষয়ে একাধিকবার শালিশের মাধ্যমে সতর্ক করা হয়। ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না। আপনারা সাংবাদিকতা করেন ঘটনাস্থলে গিয়ে শুনে নেন।
প্রসঙ্গত, উক্ত ছাবিনা ইয়াসমিন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটির মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ায় বিষয়টি নিয়ে গোটা এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এ ধরনের অসমাজিক কাজে লিপ্ত থাকা নারী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মধ্যে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে।
Leave a Reply