ইয়াসিন আলী সাতক্ষীরা: কুশখালী সীমান্ত দিয়ে মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) স্থানীয় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা করেন। গতকাল সকাল সাড়ে ১১ টায়, কুশখালী ক্যাম্পের নায়ক সুবেদার মো: আবু তাহের নেতৃতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুশখালী সীমান্তে চোরাচালান,মাদক,মানবপাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের মধ্যে বিশদ আলোচনা হয়।
সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা বলেন মাদকের পাশাপাশি গোল্ডের উপর একটা গুরুত্ব দেওয়া হয়,কারন গোল্ড হচ্ছে সোর্স অব ফান্ড,এই ফান্ডই কিন্তু মাদক কেনা-বেচার ক্ষেত্রে বড় রকমের সহায়ক ভূমিকা রাখছে। সুতরাং,মাদকের পাশাপাশি সীমান্ত দিয়ে গোল্ড পাচার বন্ধ করতে হবে। সেক্ষেত্রে সীমান্ত এলাকায় যারা বসবাস করেন বিজিবিদেরকে সহযোগীতা করতে হবে। গোল্ড পাচার করে দেশের অভ্যন্তরে মাদক ঢোকানো কতটা ক্ষতিকর তা জনগনকে বোঝাতে হবে এবং তাদেরকে সচেতন করার পরামর্শ দিতে হবে,এ জন্য নিজ উদ্যোগে এলাকার মানুষ এবং জনপ্রতিনিধিদের নিয়ে সভা-সমাবেশ করার প্রস্তাব দেন,যাতে করে মানুষ সচেতন হতে পারে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মো: আবুল কালাম,্ মসজিদ কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়া আরোও উপস্থিত ছিলেন বাজার কমিটির বিভিন্ন সদস্য এবং সমাজের সচেতন ব্যক্তিবর্গ।
Leave a Reply