নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরায় সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষন ক্যাম্প উদ্ধোধন করা হয়েছে। বুধবার ৩০মার্চ সকাল ১০টায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উক্ত সাতার প্রশিক্ষন ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার শেখ আবু সালেক। সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষন ক্যাম্পে অংশ গ্রহন করেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসা ও সেন্টাল হাই স্কুল সুবর্ণাবাদ। উক্ত তিন বিদ্যালয় থেকে ১০জন বালিকাও ২০জন বালক সহ সর্বমোট ৩০জন প্রশিক্ষার্থী অংশ গ্রহন করেছে। সাঁতার প্রশিক্ষন প্রদান করেন, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিক-উল ইসলাম খান। অনুষ্ঠানে উক্ত তিন বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply