শাহিনুর ইসলাম:: দেবহাটা উপজেলার কুলিয়ায় জিএমপি’র অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭নভেম্বর) সকাল ১০ ঘটিকায় “রাইট টু গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্টের মনিটারিং অফিসার বিলকিস আরা চৌধুরী। তিনি বলেন রাইট টু গ্রো প্রোজেক্ট’র মনিটরিংয়ের মাধ্যমে এবং অ্যাডভোকেসির ফলে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে মা ও বাবাদের অবগত হওয়ার অনেক বড় সুযোগ হয়েছে, এখন তারা তাদের শিশুর বৃদ্ধির মাইল ফলক সম্পর্কে অবগত হয়েছে তারা জিএমপি’র কার্ড সম্পকে নিজেরাই একে অপরের সাথে আলোচনা করে শিশুর পুষ্টির অবস্থা নির্বাচন করতে সক্ষম হচ্ছে। এলাকায় অ্যাডভোকেসির ফলে বাবা ও মায়েরা তাদের শিশুদের ওজন উচ্চতা পরিমাপের ব্যাপারে আলোচনা এবং শিশুর বর্তমান অবস্থা সম্পর্কে নিজেরাই মতামত প্রদান করার সুযোগ পাচ্ছে। এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম, কমিউনিটি প্রোমোটর সোনিয়া রুপাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply