আব্দুল কাদের নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ১৮ জুন রবিবার বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালক এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ফুটবল দল কে হারিয়ে ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থকে চাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন সাতক্ষীরা ৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সংস্থা সাধারণ সম্পাদক ও রেফারি শেখ ইকবালার বাবলু, অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি,এম,আকবার কবির, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী ও মনিরুল ইসলাম মনি, সদস্য শাহিনুর রহমান শাহিন, নুরুজ্জামান প্রমূখ। খেলায় চাম্পিয়ন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলের অধিনায়কের হাতে চাম্পিয়ন ট্রফি ও খেলোয়াড়দের ম্যাডেল প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার ও রানার্সআপ কৃষ্ণনগর দল কে ট্রফি প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, খেলা পরিচালনা করেন মিজানুর রহমান, মাহবুব এলাহী,বাবু,তাপস সরকার ও সৈয়দ মমিনুর রহমান। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন এম,আর,মোস্তাক।
Leave a Reply