নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের আয়োজনে রবিবার (১৩ মার্চ) রাত ৯ টায় উপজেলার ৫ জন বিদায়ী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায়ী কর্মকর্তারা হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা তৈয়েবুর রহমান, কর্মকর্তা তানজিয়ারা খাতুন ও উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার। তাদেরকে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার ও অফিসার্স কল্যাণ ক্লাবের সহ-সভাপতি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার ও অফিসার্স কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আফসোস করলাম ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবদুস সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সোনালী ব্যাংকের ম্যানেজার প্রশান্ত বাবু উপজেলা ব্যানবেইস কর্মকর্তা নাসিম শাহাদাত, ব্যাংক কর্মকর্তা রাজু আহমেদ, জীবন বীমা এরিয়া ম্যানেজার সাইদুজ্জামান রিজন, প্রমুখ। অনুষ্ঠানে অনন্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ক্লাবের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। বিদায় উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম কালীগঞ্জে থাকাকালীন এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানানো হয়।
Leave a Reply