আব্দুল কাদের নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরি -২০২৩. এর সমাপনী অনুষ্ঠান ও মাহতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১৩ মার্চ থেকে ১৫ মার্চ তিন দিনব্যাপী চতুর্থ উপজেলায় স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, ১৫ মার্চ সন্ধ্যায় মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মোঃ আজাহার আলী, অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিশনার ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাবেশের কো-অর্ডিনেটর উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন প্রমুখ। স্কাউট সমাবেশে ৫০ টি প্রাথমিক বিদ্যালয় ও ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল মিলে প্রায় সাত শতাধিক ছাত্র ও ছাত্রী সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষা গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।
Leave a Reply