আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নতুন সদস্যদের শপথবাক্য পাঠ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম নীলু, উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল। এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু নতুন ১৯ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান।
এরপর সাধারণ সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাঃ নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, গোলাম ফারুক (ইউপি মেম্বর)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সম্পাদক নারায়ন চক্রবর্তী রাজিব, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য জি এম শামসুর রহমান, শেখ লুৎফর রহমান, শেখ আব্দুল হামিদ, প্রভাসক মনিরুজ্জামান মহসীন, গাজী জাহাঙ্গীর কবীর, ডি এম সিরাজুল ইসলাম, মাষ্টার রফিকুল ইসলাম, ডাঃ কেরামত আলী, আশেক মেহেদী, শাওন আহম্মেদ সোহাগ, প্রভাষক সেলিম শাহারিয়ার, ইশারাত আলী, রবিউল ইসলাম, গাজী মিজানুর রহমান, ফরিদুল কবীর, গৌরপদ দাশ, মহিবুল্যাহ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, বাবলা আহমেদ, শেখ নাজমুল হাসান, শেখ আতিকুর রহমান, মীরাবসু সরকার, শেখ নাজমুল হাসান, শেখ আমজাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কাদের প্রমুখ। শান্তিপুর্ণ পরিবেশে অতি গুরুত্বপূর্ণ সাধারণ সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন, নতুন সদস্যের শপথ ও বরণ, সদস্যদের চলতি সনের নবায়নকৃত কার্ডের কপি ও পত্রিকা জমাদান, কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকলের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ আরও তিনমাস বর্ধিত করাসহ সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply