আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আলোচনা কবিতা আবৃতি নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এস এস সি পরীক্ষাথীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সদস্য মিজানুর রহমান, শাকির আহমেদ, লাভলী খাতুন এম খাতুন সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্যানন্দ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বিদ্যালয়ের প্রধান অফিস সহকারী মোঃ ফজলুর রহমান কবিতা আবৃতি করেন সংগীত পরিবেশন করেন কণিকা সরকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন ও নাটক মঞ্চস্থ করে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুকুমার দাস বাচ্চু পরে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহানুস সিদ্দিক।
Leave a Reply