শিমুল হোসেন কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলা প্রশাসন নির্দেশনায় ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে দুর্যোগ প্রস্তুতি কমিটির আয়োজনে ঘূর্ণিঝড়”মোকা”কে সামনে রেখে পূর্ব প্রস্ততি নিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) বেলা ১১টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য সাফিয়া পারভীন এর সভাপতিত্বে ও ইউপি সচিব রাজবিহারী রাজ এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সাইফুল ঢালী, ইউপি সদস্য জি.এম.জবেদ আলী,ফজলুর রহমান, ইউছুফ আলী,নূর হোসেন,জামাল ফারুক,রুহুল কুদ্দুস গাজী,আব্দুল গফফার, ইউপি সদস্যা রাশিদা খলিল, সাজিদা খাতুন,নাদিরা পারভীন প্রমূখ।
ঘূর্ণিঝড় “মোকা” মোকাবেলায় নদী ও উপকূলীয় এলাকার মানুষদের আশ্রয় নিতে আশ্রয় কেন্দ্র খোলা সহ সকল প্রস্তুতিসহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে সর্তকতা ও সকল প্রয়োজনে মাইকিং করা হবে এবং ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সার্বিক খোঁজ খবর নেওয়া হবে এই জরুরী সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপস্থিত ছিলেন সাফ জোনাল অফিস কৃষ্ণনগর শাখার ইলেকট্রিশিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ সাংবাদিকবৃন্দ।
Leave a Reply