নিজস্ব প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে,এম, আযম খসরু কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার (১৮ই ফেব্রুয়ারী) কিকাল ৪টায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের বাসভবনে উপস্থিত হয়ে কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নব গঠিত কমিটির সদস্য সচিব আব্দুস সবুর। এসময়, শ্রমিক শ্রেনীর উপর সকল প্রকার দেশি বেদেশী শোষণের বিরুদ্ধে সংগ্রাম, শ্রমিক কর্মচারীদের অন্য-বস্ত্র,শিক্ষা, চিকিৎসার ও বাসস্থান সহ তাদের নার্য্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করার আহবান জানায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে,এম,আযম খসরু। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সদস্য মোঃ সামাদ গাজী, নজরুল ইসলাম প্রমূখ।
Leave a Reply